ভারত-বাংলাদেশ সম্পর্ক, প্রাপ্তি-অপ্রাপ্তি

0

সিটি নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী অবস্থান করছিলেন ভারতে।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিপুল উষ্ণতায় বরণ করে নিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে।

অনেকটা প্রটোকল ভেঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর যে হৃদ্যতার প্রকাশ এবং ভারতের রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অবস্থান- সব মিলে নতুন সম্ভাবনা উঁকি দেয়া সত্বেও দু’দেশের আর্থ-সামাজিক অঙ্গনের হিসেব-নিকেশে আলোচনায় মশগুল ছিল রাজনৈতিক অঙ্গন। ‌

খুলনা কলকাতা রুটে ট্রেন চালু অপেক্ষমান তখনও। দিল্লি থেকেই এটি উদ্বোধন করার কথা দুই দেশের প্রধানমন্ত্রীর।

ঠিক এমন সময়ে বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন নিউজ টুয়েন্টিফোর NEWS24 এর চট্টগ্রাম স্টুডিও থেকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে প্রত্যাশার কথা তুলে ধরতে লাইভে সংযুক্ত হন সেসময়ের চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন -সিইউজে’র সভাপতি ও পেশাজীবী নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী।‌

তাঁর নানা প্রশ্নের মুখোমুখি হয়ে ভারত-বাংলাদেশের বন্ধুত্ব, অর্থনৈতিক প্রাপ্তি-অপ্রাপ্তিসহ নানা প্রশ্নে মতামত তুলে ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ডঃ উদ্দিন চৌধুরী। ‌

দু’জনের আলোচনায় উঠে আসে চট্টগ্রাম বন্দর, মংলা (মোংলা) বন্দর, পায়রা বন্দরকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারতের বাণিজ্য, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ, মিরশ্বরাইয়ের স্পেশাল ইকোনমিক জোনে ভারতের বিনিয়োগ, স্বাধীন উন্নয়নের জন্য শিল্পায়নে ভারতের সহযোগিতা এবং এসব নিয়ে বাংলাদেশের প্রত্যাশা প্রাপ্তি প্রসঙ্গ।

জঙ্গিবাদ ও তার বিস্তার রোধে ভারত বাংলাদেশ সম্পর্কের প্রীতি ময়তা এবং বিশ্ব রাজনীতির প্রভাবও এ আলোচনায় বাদ যায়নি।

ভারত-বাংলাদেশ; দু’দেশের সম্পর্ক, প্রাপ্তি-অপ্রাপ্তি এবং বিশেষ করে চট্টগ্রামবাসীর প্রত্যাশারচিত্র সেদিন বাংলাদেশের একমাত্র এই স্যাটেলাইট টেলিভিশনের টকশোতে উঠে আসে, যা জানতে চোখ রাখুন এই টকশোতে প্লিজ !

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.