নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো ভারত

0

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হওয়ার বদলা নিল নিউজিল্যান্ড। এবার পাল্টা জবাবে ওয়ানডে-তে হোয়াইটওয়াশ করলো কোহলিদের। নিজেদের ক্রিকেট ইতিহাসে ৩১ বছর পর ৩-০ ওয়ানডে সিরিজ হারলো কোহলী বাহিনী।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মাউন্ট মঙ্গানুইয়ে ২৯৬ রানের বড় ইনিংস খেলেও বিরাট কোহলিরা হেরেছে ৫ উইকেটের ব্যবধানে। প্রথম দুই ম্যাচ হারের পর এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও পারেনি তারা।

অধিনায়ক কোহলির ধারাবাহিক ব্যর্থতায় ভারত হেরেছে ৫ উইকেটের ব্যবধানে। স্বাভাবিকভাবেই আসন্ন টেস্ট সিরিজের আগে বিরাট কোহলিদের মনোবলে বড়সড় ধাক্কা দিল কিউয়িরা৷

নিউজিল্যান্ড সফরে ৫ ম্যাচের টি-২০ সিরিজে ৫-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে ভারত। ঘরের মাঠে হোয়াইটওয়াশের ধাক্কা সামলে উঠে এবার ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে কোহলিদের ক্লিন স্যুইপ করল নিউজিল্যান্ড৷ হ্যামিল্টন ও অকল্যান্ডে প্রথম ২টি ওয়ানডে জিতে আগেই সিরিজের দখল নিয়েছিল কিউয়িরা। এবার মাউন্ট মাউনগানুইয়ে তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে ভারতকে ৫ উইকেটে পরাজিত করল কিউয়িরা।

বে ওভালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৬ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৭.১ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩০০ রান তুলে ম্যাচ জিতে যায়।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এই নিয়ে তিনবার তিন বা তার চেয়ে বেশি ম্যাচের দ্বি-পাক্ষিক সিরিজে হোয়াইটওয়াশ হল ভারত। আগের দু’বারই ওয়েস্ট ইন্ডিজের কাছে পর্যুদস্ত হতে হয়েছিল ভারতীয়দের। শেষবার ১৯৮৯ সালে ক্যারিবিয়ানদের কাছে ক্লিন স্যুইপ হয়েছিল টিম ইন্ডিয়া। এবার ৩১ বছর পর আবার লজ্জার সেই স্মৃতি ফিরিয়ে আনলো বিরাট কোহলিরা।

১৯৮৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানে পরাজিত হয়েছিল ভারত। তার আগে ১৯৮৩-৮৪ মৌসুমে ঘরের মাঠে ক্যারিবীয়দের কাছে ৫-০ ব্যবধানে সিরিজ হেরেছিল টিম ইন্ডিয়া। এবার নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো ৩-০ ব্যবধানে। যদিও ১ বা ২ ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের হোয়াইটওয়াশ হওয়ার ইতিহাস রয়েছে একাধিক।

১৯৯৭ সালে শ্রীলঙ্কা সফরে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছিল ভারত। তবে সিরিজের তৃতীয় ম্যাচটি প্রথমে পরিত্যক্ত হয়। পরে রিজার্ভ ডেতে ম্যাচটি পূনরায় খেলা হলে ভারত পরাজিত হয়। এছাড়া বেশ কয়েকটি সিরিজের একটি ম্যাচ বাজে আবহাওয়ার কারণে ভেস্তে যাওয়ায় হোয়াইটওয়াশের লজ্জা থেকে রেহাই পেয়েছিল ভারত।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.