চবিতে শিক্ষার্থী বহনকারী বাস খাদে আহত ১৫ 

0

চবি প্রতিনিধিঃ ফটিকছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শিক্ষার্থীবাহী একটি বাস খাদে পড়ে ২৫ শিক্ষার্থী আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মনিয়া পুকুর চেয়ারম্যান ঘাটায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ফটিকছড়ি থেকে ছেড়ে আসা বিআরটিসির বাসটি মনিয়াপুরের চেয়ারম্যান ঘাটা এলাকায় আসলে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে ৮ জনকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ফটিকছড়ি থেকে আসা একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। আমরা ঘটনাস্থলে এসেছি। আহত ৮ জনকে চমেকে পাঠানো হয়েছে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, ফটিকছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের ‘নববাক’ নামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিলে পড়ে যায়। এ দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। স্থানীয়রা উদ্ধার করে আহতদের হাটহাজারী মেডিকেলে নিয়ে যায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.