ট্রাইব্যুনাল থেকে ব্যারিস্টার সুমনের পদত্যাগ

0

সিটি নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে সরে দাঁড়িয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) চিফ প্রসিকিউটর বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার সুমন বলেন, সামাজিক কর্মকাণ্ডের জন‌্য ট্রাইব্যুনালে বেশি সময় দিতে পারছিলাম না। এ জন‌্য চিফ প্রসিকিউটর বরাবর আমার পদত‌্যাগপত্র পাঠিয়েছি।

সুমন বলেন, ২০১২ সালের ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে যোগদান করি। এরপর থেকে বিভিন্ন মামলা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পরিচালনা করেছি। কিন্তু ইদানিং বিভিন্ন সামাজিক সেবমূলক কাজে নিবিড়ভাবে জড়িত হয়ে যাওয়ার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে সময় দিতে পারছি না। এ অবস্থায় সরকারি কোষাগার থেকে বেতন নেওয়া আমি অনৈতিক বলে মনে করি। এ কারণে বর্তমান পদ থেকে আমি অব্যাহতি প্রার্থনা করছি।

নানা ঘটনা নিয়ে ফেসবুক লাইভে প্রতিক্রিয়া দিয়ে আলোচনায় উঠে আসেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুমন।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.