দক্ষিণ ভূর্ষি শৈব সংঘের উদ্যোগে শিব চতুর্দশী উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের দু”শত বছরের প্রাচীনতম ঐতিহ্যময় পটিয়া দক্ষিণ ভূর্ষি শিব মন্দ্রিরে প্রাঙ্গনের চত্বরে প্রতি বছরের ন্যায় এ বছরও শিব চতুর্দশী উপলক্ষে আগামী ২১ ও ২২ ফ্রেব্রুয়ারী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শৈব সংঘের উংসব কমিটির উদ্যেগে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

এতে প্রধান অতিথি উপস্থিত থাকবেন, জাতীয় সংসদের হইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এম,পি, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মোতাহেরল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডাঃ তিমির বরন চৌধুরী, দক্ষিণ ভুষি ইউ পি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, সাবেক চেয়ারম্যান মুহামদ ছৈয়দ, ইউ পি মেম্বার মাহবুবুর আলম ও কেন্দ্রীয় হিন্দুনেতারাসহ বিভিন্ন পেশাজীবির গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রস্তুতি সম্পর্কে কেন্দ্রীয় জাতীয় হিন্দু যুব মহাজোটের যুগ্ন প্রচার সস্পাদক ও শৈব সংঘের শিব চতুরদশীর উৎসব পরিচালনা কমিটির যুগ্ন-সস্পাদক বাবু অমি দাশ বলেল, ধর্ম যার যার, উৎসব সবার, এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সার্বজনীন শিব চতুরদশীর উৎসবকে ঘিরে প্রতিবছরের ন্যায় এ বছরও ২১ ও ২২ ফেবুয়ারী দুই দিন ব্যাপি নানান অনুষ্ঠানমালা সাজানো হয়েছে।

তাই এ বিষয়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তৎ মধ্যে গীতাপাঠ, প্রতিযোগিতা, ধর্ম সভা, সংস্কৃতি অনুষ্ঠান, শিক্ষাসামগ্রী, শীতবস্ত বিতরণ, শিব চতুরদশীর পূজা, অষ্টপ্রহর মহানামযজ্ঞ। এতে উক্ত অনুষ্ঠানে সকল ধর্ম প্রাণ নর-নারী বক্তবৃন্দদেরকে স-পরিবারে উপস্থিত থাকার জন্য কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.