বার্সেলোনা-নেপোলি ১-১ গোলে ড্র

0

স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন লিগে প্রথমবারের মত মুখোমুখি বার্সেলোনা নাপোলি। শেষ তিন নকআউটেই শেষ ষোলতে আটকা পড়া ইতালিয়ানরা সান পাওলোতে ছিলো প্রত্যয়ী। প্রথমার্ধের নিয়ন্ত্রণটাও ছিলো স্বাগতিকদের।

ম্যাচের আধ ঘন্টার মাথায়, দ্রিয়েস মের্তেন্সের বিস্ময় গোলে এগিয়ে যায় নাপোলি। এক আসরে নাপোলির হয়ে সবচেয়ে বেশি ছয় গোল বেলজিয়ান তারকার।

খানিক পরে কস্তাস মানোলাস দারুন এক সুযোগ পেয়েও ব্যবধান দ্বিগুন করতে ব্যর্থ। ৬৭ ভাগ বলের দখল অথচ পোস্টে মাত্র দুই শট নিতে পেরেছিলো বার্সেলোনা।

যার একটি আবার বার্সা ঘুরে দাঁড়ানো গোল, ৫৭ মিনিটে। নেলসন সেমেদোর পাস থেকে করা গোলটা আন্তোয়ান গ্রিয়েজমানের হলেও আসল কারিগর সার্জিও বুসকেটস।

হাইভোল্টেজ ম্যাচের উত্তাপে মাথা ঠিক রাখতে পারেননি আর্তুরো ভিদাল। ফাবিয়ান রুইজকে ফাউলের পর ধাক্কা দিয়ে লাল কার্ড দেখেছেন চিলির এ মিডফিল্ডার।

আর তিন হলুদ কার্ডের কারনে ১৮ মার্চের ফিরতি লেগে সার্জিও বুসকেটসকেও পাবেনা বার্সেলোনা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.