পটিয়ায় বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পথচারী গুরুতর আহত

0

সুজিত দও, পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়াপৌরসদরে পটিয়াআদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে পিডিবি’র বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ে পাইপ ফিটার মিস্ত্রি অনন্ত নন্দী (২৬) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। সে আনোয়ারা সদর ৪নং ওয়ার্ড এলাকার পুলক নন্দীর পুত্র বলে জানা যায়।

আজ বুধবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।এই দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ায় প্রায় ২০ মিনিট গাড়ি চলাচল বন্ধ ছিল। হাইওয়ে পুলিশ ফাঁড়ির একদল পুলিশ এসে বৈদ্যুতিক খুঁটি সরিয়ে নিলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

থানা সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৩ টা থেকে পিডিবি’র ৩ জন কর্মী একটি বৈদ্যুতিক খুঁটি তুলে নেওয়ার সময় বাইসাইকেল যোগে বাসষ্টেশন এলাকায় যাওয়া পথে বৈদ্যুতিক খুঁটিটি ভেঙ্গে বাইসাইকেল আরোহীর গায়ের উপর পড়লে সে গুরতর আহত হয়।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ে আহত অনন্ত নন্দী’র অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

পটিয়া থানার এস.আই পরেশ চন্দ্র সিকদার জানান, বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ে একব্যক্তি গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও পরে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন জানান, ছেলেটির অবস্থা খুবই আশংকা জনক।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.