চসিক নির্বাচনঃ ৬ মেয়র প্রার্থীকে প্রতীক বরাদ্দ

0

সিটি নিউজঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন।

আজ সোমবার (৯ মার্চ) সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর হল রুমে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান প্রতীক বরাদ্দ দেন।

প্রতীক বরাদ্দ পাওয়া ৬ মেয়র প্রার্থী হলেন, এম এ মতিন বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ‘মোমবাতি’, আবুল মনজুর ন্যাশনাল পিপলস পার্টি ‘আম’, ওয়াহেদ মুরাদ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ‘চেয়ার’, জান্নাতুল ইসলাম ইমলামি আন্দোলন বাংলাদেশ ‘হাতপাখা’, এম রেজাউল করিম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ ‘নৌকা’ ও ডা.শাহাদাত হোসেন বিএনপি ‘ধানের শীষ’ প্রতীক পেয়েছেন।

মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, আজ থেকে ভোটের যুদ্ধ মাঠে চলে যাচ্ছে। ভোট একটি উৎসব। আচরণবিধির বাইরে যেতে দেয়া যাবে না। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চসিক নির্বাচনে নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনসহ মোট ৬ জন মেয়র, ১৬১ জন সাধারণ ওয়ার্ডর কাউন্সিলর এবং ৫৬ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রতিদ্বন্দিতা করবেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.