চন্দনাইশ ফতেনগরে ৫ দিনব্যাপী মহাবোধি মেলা সম্পন্ন

0

 চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী তীর্থভূমি ফতেনগর মহাবোধি মেলা উদ্যাপন উপলক্ষে অষ্টবিংশতি বুদ্ধপূজা সীবলীপূজাসহ অষ্টপরিষ্কার, মহা সংঘদান, বৌদ্ধ সম্মেলন মহাবোধি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

গতকাল সোমবার ৯ মার্চ এ উপলক্ষে এক সভা চন্দনাইশ ভিক্ষু পরিষদের প্রাক্তন সভাপতি সদ্ধর্ম বিশারদ ভদন্ত বসুমিত্র মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আর্শিবাদক ছিলেন চন্দনাইশ ভিক্ষু পরিষদের সভাপতি জ্ঞান সারথী, অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবির।

প্রধান ধর্মদেশক ছিলেন ড. সংঘপ্রিয় মহাস্থবির। ভারত থেকে আগত বিবেকানন্দ মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন ধুতাঙ্গ সাধক ভদন্ত মেত্তাবংশ মহাস্থবির। সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন ফতেনগর অহিংসা সেবক সংঘের সভাপতি, কর আইনজীবী জয়শান্ত বিকাশ বড়ুয়া।

স্বাগত বক্তব্য রাখেন ফতেনগর অহিংসা সেবক সংঘের সাধারণ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ সমাজ সংস্কার আন্দোলন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মৃদুল কান্তি বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম বৌদ্ধ আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট প্রভুতি রঞ্জন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকন, উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রধান শিক্ষক প্রমোদ রঞ্জন বড়ুয়া, প্রকৌশলী সীমান্ত বড়য়া, দেবতোষ বড়ুয়া, ভদন্ত শীল জ্যোতি থের।

বিকেলে একক সদ্ধর্ম দেশনায় অংশ নেন ভদন্ত শীল মিত্র স্থবির, পরিচালক ভিক্ষু শ্রামণ প্রশিক্ষণ ও ভাবনা পরিবেন ফারিকূল, রামু, কক্সবাজার। পরে মনোজ্ঞ বুদ্ধ কীর্তন পরিবেশন করা হয়। পরে পাশ্ববর্তী পুকুরে বুদ্ধের প্রতিচ্ছবি প্রদর্শন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সুমন বড়ুয়া বাপ্পি ও এডভোকেট পুলক কান্তি বড়ুয়া।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.