বাঁশখালীর চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হকের জামিন

0

 বাঁশখালী প্রতিনিধিঃ বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী গতকাল বুধবার বাঁশখালী সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্টেট আদালত থেকে জামিন পেয়েছেন।

গত জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বাঁশখালীর চাম্বলে সংগঠিত সহিংসতার ঘটনায় বাঁশখালী সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্টেট আদালত চাম্বলের চেয়ারম্যান সহ ৩ জনকে ওয়ারেন্ট জারি করে গত ২ মার্চ।

আজ বুধবার (১১ মার্চ) জামিন শুনানীতে চেয়ারম্যানের জামিন হলেও এ মামলার অপর দুই আসামি হাজির হয়নি।

জানা যায় জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ২০১৮ সালের ২১ ডিসেম্বর চাম্বলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বৈলছড়ি এলাকার আবদুর রহমান প্রকাশ মিয়া বাদী হয়ে বাঁশখালী সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্টেট আদালত ২০১৯ সালের ৬ ফেব্রয়ারি সি আর ৪৬/১৯ মামলা দায়ের করেন।

আদালত এ মামলা আমলে নিয়ে পিবিআইকে তদন্ত দেয়। পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক তদন্ত শেষে গত ২০১৯ সালের ১৪ ডিসেম্বর রিপোর্ট জমা দেন আদালতে।

মামলায় ৫ জন আসামী থাকলে ওপিবিআই তদন্ত কালে ২ জন বাদ পড়ে এবং চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী অপর ২ জনের এর বিরুদ্ধে প্রতিবেদন দেয়।

তারই প্রেক্ষিতে গত ২ মার্চ বাঁশখালী সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্টেট মাইনুল ইসলামের আদালতে শুনানী অনুষ্টিত হয়। তদন্ত রিপোর্ট শেষে প্রথমবারের মত আদালতে শুনানী হলে শুনানী শেষে তিনজনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে।

আজ বুধবার বাঁশখালী সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্টেট আদালতে চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর পক্ষে জামিনের আবেদন করলে আদালত তাকে স্থায়ী জামিন দেয় বলে জানান আইনজীবি, তোফাইল বিন হোছাইন।

এদিকে চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর পক্ষে জামিন শুনানীতে আইনজীবি এপিপি শাহাদাত আলম, নুরুল আবছার সহ প্রায় ২০/২৫ জন আইনজীবি অংশ নেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.