বিভক্তির বদলে দেশপ্রেমই বড়ঃ রিয়াজ হায়দার চৌধুরী

0

সিটি নিউজঃ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ১২৫ বছর পূর্তির দুই দিন ব্যাপী উৎসব উদ্বোধন হয়েছে ।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বিদ্যালয় মাঠে এর অতিথি হিসেবে উদ্বোধন করেন পেশাজীবী নাগরিক সংগঠক, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

বিকেল চারটায় তিনি উদ্বোধন করেন শোভাযাত্রাও। অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে পেশাজীবী নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী সামাজিক আদাব ও দেশপ্রেমের চেতনায় শিক্ষার্থীদের জীবন গঠনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, দলীয় বিভক্তির বাইরে গিয়ে দেশপ্রেমে জাগর চৈতন্যের অধিকারী হতে পারাটা বড় গুণ।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আবুল কদরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ( চবি)’র সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক আ ক ম ফজলুল হক পাশা, বিদ্যালয়টির সাবেক ছাত্র চাকসু ভিপি নাজিম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক অমর নাথ চৌধুরী, সমাজ সেবক আলী আসগর চৌধুরী, রাজনীতিবিদ কাজী এনামুল হক, সাবেক ছাত্র ও জনপ্রতিনিধি এডভোকেট মোহাম্মদ শামীম, সাবেক ছাত্র ও রাজনীতিবিদ এড ইফতেখার চেধৈুরী মহসিন, রাজনীতিবিদ মোরশেদ আলম চৌধুরী, চবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আসগর চৌধুরী, সাবেক ছাত্র নেতা সৈয়দ মন্জুর আলম, আইনজীবী সমিতির অর্থ সম্পাদক মইনুল আলম চৌধুরী টিপু, চবি আইন বিভাগের অধ্যাপক শাহীন, হাটহাজারী সরকারি কলেজের অধ্যাপক লিটন, চবি একাউর্ন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক আলী আরশাদ চৌধুরী, বাচিক শিল্পী বিশ্বজিৎ পাল প্রমুখ ।

উৎসবে যোগ দিয়েছেন দেশবিদেশ থেকে বিদ্যালয়ের অন্তত ৫০০০ প্রাক্তন শিক্ষার্থী ।

উদ্বোধক পেশাজীবী নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী বলেন, সবার আগে দেশ। দেশের ঐতিহ্য ইতিহাস ধারণ করে আলোকিত দেশ, আলোকিত জীবন গঠন হতে পারে শিক্ষার সার্থকতা।

উত্তর চট্টগ্রামের শিক্ষা বিস্তারে শুধু নয়, সমগ্র চট্টগ্রামের শিক্ষা খাতে ফতেয়াবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অতুলনীয় অবদান রয়েছে বলেও উল্লেখ করেন এই পেশাজীবী-সাংবাদিক নেতা।

তিনি করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা তৈরীর জন্য প্রাক্তন শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি জন্ম শতবর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দেশের শিক্ষাখাতে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ অবদানের কথাও উল্লেখ করেন।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.