টাইগারদের পাকিস্তান সফর বাতিল হতে পারে

0

স্পোর্টস ডেস্কঃ সারাবিশ্বেই এখন আতঙ্কের নাম করোনা ভাইরাস। ইতোমধ্যেই এ ভাইরাসকে মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিইএইচও)। ক্রীড়াঙ্গনেও পড়েছে এর প্রভাব। বিশ্বজুড়ে প্রায় সকল ক্রীড়া ইভেন্টই এ ভাইরাস আতঙ্কে স্থগিত হয়ে গেছে। সংশয় জেগেছে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে।

এমন সময়েই এক ওয়ানডে ও এক টেস্ট খেলার জন্য চলতি মাসের শেষদিকে করাচি যাওয়ার কথা টাইগারদের। তবে করোনা ভাইরাসের এমন পরিস্থিতিতে সফর কি আদৌ হবে?

সকালেই বিসিবি সিইও নিজাম উদ্দীন চৌধুরী সুজন জানান, পাকিস্তান সফরের সিদ্ধান্ত তাদেরই জানাতে হবে, যেহেতু তারা স্বাগতিক। পিএসএল থেকে ইতোমধ্যে ৯-১০ জন বিদেশি খেলোয়াড় চলে গেছে। আমরা অপেক্ষা করছি ওরা কী জানায়। আমরা তো সফরকারী দল, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব না। আমরা অবশ্যই এটা নিয়ে ভাবছি। ক্লোজ মনিটরিংয়ে যাচ্ছি। আশা করছি পিসিবি খুব শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত বা অবস্থান জানাবে।

বিকেলে নিজাম উদ্দীন চৌধুরীর সুরেই কথা বলেছেন বিসিবি সভাপতি পাপন। তিনি বলেছেন, ‘চতুর্দিকে চলাচলে অনেক কড়াকড়ি ও নিরাপত্তার বেষ্টনি চলে এসেছে। কাজেই অনিশ্চিয়তা তো আছে। আমরা অপেক্ষা করছি, আশা করছি যে কাল পরশুর মধ্যেই চূড়ান্ত একটা কিছু হয়ে যাবে। এটা ইতোমধ্যেই প্রক্রিয়াধীন আছে। কাল পরশুর মধ্যেই ফাইনাল একটা কিছু জানাতে পারব। তবে যেটা বললাম সব জায়গায় যেভাবে নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে, তাতে সম্ভাবনা আসলে… খুবই কঠিন।’

বিসিবি সভাপতি অন্য দেশের সিরিজগুলোর উদাহরণ টেনে বলেন, ‘আপনারা যদি দেখেন, বাইরের অনেকগুলো গুরুত্বপূর্ণ সিরিজই এখন বন্ধ হয়ে গেছে। আইপিএলের মত টুর্নামেন্টও পিছিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই সবাই যখন পিছিয়ে দিয়েছে, শুধু আমাদের জন্য নয়, সবার জন্যই চিন্তার বিষয়।’

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.