সিটি নিউজঃ চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
আজ শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত আরও সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়ায় ট্রাক-হিউম্যান হলারের সংঘর্ষ হলে এই ১৩ জন নিহত হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আলমগীর হোসেন বলেন, চুনতি ফরেস্ট অফিস এলাকায় ট্রাকের ধাক্কায় চার চাকার মিউজিক গাড়ির ১০ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় গুরুতর আহত ৭ জনকে হাসপাতালে পাঠানো হলে তিনজনের মৃত্যু হয়। বাকিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুরত।
ঘটনাস্থলে নিহত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি।