করোনাঃ বাড়িভাড়া মওকুফ করলেন ভবন মালিক শিউলি

0

সিটি নিউজ ডেস্কঃ করোনাকে পুঁজি করে দেশব্যাপী কতিপয় মুনাফালোভী ব্যবসায়ীরা যেখানে দ্রব্যমূল্যে বাড়িয়ে অধিক লাভের আশায় ব্যস্ত সেখানে করোনার কারণে চলতি বছরের মার্চ মাসের বাড়ি ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন বাড়ির মালিক শিউলী হাবিব। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তার এ মহানভবতা মানবতার এক অনন্য নজির হিসেবে থাকবে চিরজীবন।

শনিবার ফেসবুকে পোস্ট দিয়ে রাজধানীর জুরাইনে তার তার বাড়ির সব ভাড়াটিয়ার মার্চ মাসের ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন তিনি।

শিউলী হাবিব তার ফেসবুক স্ট‌্যাটাসে লিখেছেন, ‘করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করার কারণে বাংলাদেশের সবকিছুই স্থগিত হয়ে গেছে। কর্মজীবী মানুষ কর্মস্থলে যেতে পারছে না। তাই আমি এ দেশের একজন নাগরিক হিসেবে আমার বাড়ির সব ভাড়াটিয়াকে মার্চ মাসের ভাড়া মওকুফ করে দিলাম। আমি মনে করি, বাংলাদেশের সব বাড়িওয়ালাকে এই দুর্যোগের সময় ভাড়াটিয়াদের পাশে দাঁড়ানো উচিত। এ অবস্থায় সব নাগরিককে ঘরে বসে করোনা মোকাবিলায় সরকারকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’

বাড়িভাড়া মওকুফ প্রসঙ্গে জানতে চাইলে শিউলী হাবিব রাইজিংবিডিকে বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে বাড়িভাড়া না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমার ভাড়াটিয়াদের অনেকেই স্বল্প আয়ের মানুষ। তাদের উপার্জনের পথ প্র্রায় বন্ধ হয়ে গেছে। করোনা পরিস্থিতি যতদিন থাকবে প্রয়োজনে ততদিন বাড়ি ভাড়ার টাকা নেব না।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.