পটিয়ায় সেগুনকাঠসহ আটক ৩

0

সুজিত দও, পটিয়া প্রতিনিধিঃ পটিয়া কেলিশহর ইউনিয়নের ছত্তরপেটুয়া এলাকা থেকে দুই লাখ টাকার পাহাড়ি সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম সোমবার রাত সাড়ে ১১টায় এক অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

তারা হলেন- উত্তর শ্রীমাই গ্রামের মো. ইসমাইলের পুত্র মো. আলমগীর (৩০), পূর্ব হাইদগাঁও গ্রামের মৃত সাবের আহমদের পুত্র মো. জসিম উদ্দিন (৩৪) ও উত্তর খরনা গ্রামের মৃত সুলতান আহমদের পুত্র মো. সুজন (২৫)। বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশে পটিয়া রেঞ্জ কর্মকর্তা এই অভিযান চালান।

জানা গেছে, উপজেলার কেলিশহর ইউনিয়নের ছত্তরপেটুয়া পাহাড়ি এলাকায় সম্প্রতি সেগুন গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কাটা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া রেঞ্জ কর্মকর্তা অভিযান চালান। এসময় পাচারকালে একটি ডাম্পার গাড়িসহ প্রায় দুই লাখ টাকার সেগুন কাঠ জব্দ করেন।

পটিয়া রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, সেগুন কাঠ পাচারের খবর পেয়ে অভিযান চালানো হয়েছে। একটি ডাম্পার গাড়িসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.