চট্টগ্রামে করোনা সচেতনতায় “স্বপ্নযাত্রী ফাউন্ডেশন”

0

সিটি নিউজ,চট্টগ্রাম : “করোনা ভাইরাসে আতঙ্ক নয়,আসুন সচেতন হই” পাশাপাশি “চাই সচেতনতা,চাই পরিচচ্ছন্নতা” স্লোগানে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন সংগঠনটি জনগণের মাঝে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে চট্টগ্রামে তাদের কার্যক্রম শুরু করেছেন।

স্বেচ্ছাসেবী,যুব উন্নয়নমূলক ও জয় বাংলা ইয়ুথ আ্যওয়ার্ড প্রাপ্ত সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় সংগঠনের বেশকিছু শাখা অফিস রয়েছে। একদল উদ্যমী তরুণ স্বপ্নবাজদের সমন্বয়ে সংগঠক কামাল হোসেন ‘স্বপ্নযাত্রী ফাউন্ডেশন’ সংগঠনটি গড়ে তুলেছেন ।

মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১১ টায় চট্টগ্রাম নগরের জনবহুল এলাকা কোর্ট বিল্ডিং এর আশপাশে করোনা ভাইরাস সম্পর্কে জনগণের মাঝে ৩য় পর্বের মতো সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ, বিনামূল্যে মাস্ক বিতরন, হাত গ্লাভস বিতরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও জীবানুমুক্ত করনের জন্য সকলকে হ্যান্ড স্যানিটাইজড এবং গণপরিবহনে জীবানুনাশক স্প্রে করার মাধ্যমে তাদের কর্মসূচি শুরু করেন।

চট্টগ্রাম নগরের জনবহুল এলাকা কোর্ট বিল্ডিং

এসময় উপস্থিত জনসাধারনের মাঝে স্বতঃস্ফূর্ত সাড়া পড়ে। উপস্থিত জনগণ এই ধরনের মহতী উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন।উপস্থিতিদের একজন এড.ফরহাদ চৌধুরী বলেন, বর্তমান বাজারে যেখানে অধিক মূল্য দিয়ে হ্যান্ড স্যানিটাইজ পাওয়া যাচ্ছেনা সেখানে মানবিক কার্যক্রমের জন্য বিনামূল্যে মাস্ক বিতরন, হাত গ্লাভস বিতরণ ও হ্যান্ড স্যানিটাইজড বিতরণ করছেন পথচারীদের মাঝে যা অত্যন্ত প্রশংসনীয় মহৎ উদ্যোগ।

সংগঠনের সদস্যরা সিটি নিউজকে জানান, সাম্প্রতিক সময়ে দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারন অসহায় জনগনের পাশে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ন্যুনতম মানবিক উপকারে যদি আসতে পারে তাহলে আমাদের সকল চেষ্টা স্বার্থক বলে মনে করি।

স্বপ্নযাত্রী ফাউন্ডেশন করোনা ভাইরাস সচেতনতার কর্মসূচিতে সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক জাহেদুল আলম মুন্না, সহ অর্থ সম্পাদক আবিদ বিন হারুন, প্রচার সম্পাদক রিদুয়ান রিদয়, সদস্য তালহা রহমান,রাব্বী, ছোটন প্রমূখ।

উল্লেখ্য,স্বপ্নযাত্রী ফাউন্ডেশন অধিক জনসমাগম এড়ানোর জন্য মুষ্টিমেয় সদস্যের উপস্থিতিতে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.