ঘরে থাকুন জরুরী প্রয়োজনী দ্রব্য সামগ্রী ঘরে পৌঁছে দিচ্ছে পুলিশ

0

সিটি নিউজঃ সরকারী নির্দেশ মতো যারা ঘরে অবস্থান করছেন তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ঘরে পৌঁছে দেবার দায়িত্ব নিয়েছেন পুলিশ।

বিশেষ করে “Stay Home” কার্যক্রমকে স্বাগত জানিয়ে যে সকল নগরবাসী এ প্রক্রিয়াটি মেনে চলছে তাদের সাহায্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ হোম সার্ভিসের ব্যবস্থা।

আজ শনিবার (২৮ মার্চ) সকাল থেকে সিএমপি কমিশনার মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম’র এ উদ্যোগে নেওয়া হয়েছে।

নগরীর ১৬ থানায় চালু করা হয়েছে পুলিশের ‘হোম সার্ভিস’ সুবিধা। দেওয়া হয়েছে নাম্বার। সিএমপি হটলাইন ছাড়াও জোনের সংশ্লিষ্ট থানার ডিউটি অফিসারের নাম্বারে ফোন করে অর্ডার দিলে বাজার নিয়ে হাজির হচ্ছে পুলিশ। সিএমপি’র চার জোনের উপ-কমিশনাররা (ডিসি) তদারকি করছেন এ কার্যক্রম।

এই ‘হোম সার্ভিস’ কার্যক্রমের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও ঔষধ ক্রয় এর জন্য জনগন পাবে পুলিশের সহায়তা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে নিম্নোক্ত নাম্বারগুলোতে যোগাযোগ করার জন্য নগরবাসীকে অনুরোধ করা হয়েছে। নগরবাসীর সকলের জন্য সার্ভিসটির সুফল নিশ্চিতকল্পে, শুধু মাত্র জরুরী প্রয়োজনে যোগাযোগ করার জন্য বিনীতভাবে সিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

প্রয়োজনীয় মোবাইল নাম্বারগুলো হলো-

উত্তর বিভাগ:
চাঁদগাও থানা:- ০১৭৬৯-৬৯৫৬৬৯
পাঁচলাইশ থানা:- ০১৭৬৯-৬৯৫৬৭০
বায়েজিদ বোস্তাামী থানা:- ০১৭৬৯-৬৯৫৬৬৮
খুলশী থানা:- ০১৭৬৯-৬৯৫৬৬৬

দক্ষিণ বিভাগ:
কোতোয়ালী থানা:- ০১৭৬৯-৬৯৫৬৬৫
বাকলিয়া থানা:- ০১৭৬৯-৬৯৫৬৬৭
চকবাজার থানা:- ০১৭৬৯-৬৯৫৬৭৯
সদরঘাট থানা:- ০১৭৬৯-৬৯৫৬৮০

পশ্চিম বিভাগ:
ডবলমুরিং থানা:- ০১৭৬৯-৬৯৫৬৭১
হালিশহর থানা:- ০১৭৬৯-৬৯৫৬৭৩
পাহাড়তলী থানা:- ০১৭৬৯-৬৯৫৬৭২
আকবরশাহ থানা:- ০১৭৬৯-৬৯৫৬৭৮

বন্দর বিভাগ:
বন্দর থানা:- ০১৭৬৯-০৫৮১৪৯,০১৭৬৯-৬৯৫৬৭৪
ইপিজেড থানা:- ০১৭৬৯-৬৯১১০৬,০১৭৬৯-৬৯৫৬৭৭
পতেঙ্গা থানা:- ০১৭৬৯-০৫৮১৫০,০১৭৬৯-৬৯৫৬৭৫
কর্ণফূলী থানা:- ০১৭৬৯-০৫৮১৫১,০১৭৬৯-৬৯৫৬৭৬

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.