পটিয়ায় সেগুন কাঠসহ আটক ২, গাড়ি জব্দ

0

সুজিত দত্ত পটিয়া প্রতিনিধিঃ পটিয়া উপজেলা কেলিশহর ইউনিয়ন এলাকায় পাহাড়ে সাবেক পটিয়া পৌরসভার মেয়র শামসুল আলম মাষ্টারের সৃজিত সেগুন বাগান থেকে ছোট ছোট সেগুন গাছ ছুরি করে কেটে একটি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ নামে একটি মিনি ট্রাক (ঝালকাঠি- ড ১১-০০৭৭) করে পাচারের সময় চক্তর পেটুয়া এলাকা থেকে স্থানীয় জনগণ দুইজনকে আটক করে। পরে এলাকার লোকজন আটক দুই ব্যাক্তিকে গাছের প্রকৃত মালিক পটিয়া

পৌরসভার সাবেক মেয়র কার্য়লয়ে নিয়ে আসলে শামসুল আলম মাষ্টার পটিয়া বনবিভাগের কর্মকর্তাদের খবর দেয়। খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা এ দুইজনকে আটক করে বন আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করে। গাছের আনুমানিক মুল্য দেড় লাখ টাকা হবে বলে স্থানীয় সুএেজানাযায়।

গ্রেফতারকৃতরা হলেন বাঁশখালী উপজেলার গন্ডমারা ইউনিয়নের খন্দকার পাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে মোঃ করিম (৩৩) চন্দনাইশ উপজেলার সাদর পাড়ার আবদুল মোতালেব এর ছেলে রহমত উল্লা ( ৩০)। সুএে জানাযায় তার দীর্ঘদিন পটিয়ায় বসবাস করে পটিয়ার পুর্বঅঞ্চল পাহাড়ে কেলিশহর ইউনিয়ন একটি গাছের সিন্ডিকেট এর সাথে

আঁতাত করে গাড়িতে করে বিভিন্ন জায়গায় গাছ পাচার করে আসছিল। গত শনিবার দিবাগত রাতে আবছার, ইকবাল হারাধন সহ আরো অনেকের নির্দেশ তাদের চোরাই গাছ পাচারের সময় পাহারা দিয়ে গাড়ির ড্রাইভার হেলপার এ দুই জনকে আটক করতে পারলেও মুল আসামিরা ধরা ছোঁয়ার বাইরে রয়েছে বলে জানান পটিয়া উপজেলা জাতীয় ছাএসমাজ সভাপতি রাজিব চৌধুরী রাজু, সাধারণ সম্পাদক রবিউল হাসান।

তারা জানান পটিয়ার পুর্ব অঞ্চল পাহাড়ে মানুষের বাগানের বিভিন্ন প্রজাতির গাছ, বাঁশ ফলজ বাগানে ছুরি করে নিয়ে যাচ্ছে এ সিন্ডিকেট তারা অবিলম্বে এ সিন্ডিকেট কে আইনের আওতায় আনার জন্য চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।তরে পটিয়া বনবিভাগের রেন্জার সাইফুল ইসলাম সাড়াশি অভিযান চালিয়ে গত কয়েদিনে কয়েক লাখ টাকার কাঠ, গাড়ি, গাছ পাচারকারী কে আটক করে আইনের আওতায় এনে বন আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করেছে বলে বিভিন্ন সুএে জানাযায়

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.