সিটি নিউজ,চট্টগ্রাম : জলিল জাহান ফাউন্ডেশন ও ডা.শফিকুর রহমান ট্রাস্টের যৌথ উদ্যোগে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতকানিয়া- লোহাগড়া উপজেলার আওতাধীন বেসরকারি হাসপাতালের সকল ডাক্তারদের জন্য ২৫০টি মেডিকেডেট পিপিই প্রদান করা হয়েছে। পাশাপাশি সাতকানিয়া ও লোহাগড়া থানার কর্মকর্তাদের জন্য মাস্ক প্রদান করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুর ১২ টায় জলিল জাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মজিদ ওসমানি ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. হানিফের হাতে এসব পিপিই ও মাস্ক হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু,সাবেক ছাত্রনেতা আবু হেনা মোস্তফা কামাল, রেহান পারভেজ, মিঠুন চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সাইফুদ্দিন খালেদ, পৌরসভা ছাত্রলীগ নেতা জাহেদ পারভেজ প্রমুখ।