চন্দনাইশ দোহাজারীতে একটি বাড়ি লকডাউন

0

সিটি নিউজ ডেস্ক :  চট্টগ্রামে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর আত্মীয় পরোক্ষ সংস্পর্শে যাওয়ায় চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা জামিজুরী এলাকায় আবদুল আলিম ফকির এর বাড়িতে মো.শাহ আলম নামের এক ব্যাক্তির শরীরেও করোনা ভাইরাসের সন্দেহে তার পরিবারের ১৫ সদস্য সহ বাড়িটি লকডাউন করা হয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ওই বাড়িতে চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও ডা. শাহীন হাসান চৌধুরী।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ হোসেন জানান,চট্টগ্রাম শহরের দামপাড়ায় করোনা আক্রান্ত এক ব্যক্তির আত্মীয়ের বাড়ি চন্দনাইশ পৌরসভার জামিজুরী এলাকায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা ওই বাড়িটিতে যাতায়াত বন্ধ করে দিয়েছি।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্তী বলেন, চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিল তারা। সতর্কতার জন্য ওই বাড়ির সকলকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সেই সঙ্গে তাদের চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.