লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় সরকারী আদেশ অমান্য করে বাইরে অযথা ঘোরাঘুরি করায় ছয় যুবককে গুনতে হলো ১২ হাজার টাকা জরিমানা।
শনিবার সন্ধ্যায় লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরীর পরিচালনাধীন ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।
জানাযায়, শনিবার সন্ধ্যায় একটি প্রাইভেট কারযোগে উপজেলার আমিরাবাদ মল্লিক ছোয়াং হাজির পাড়া তেলী পুকুর পাড় এলাকায় উত্তর পদুয়া ঘোনা পাড়ার শোয়াইব, পদুয়া শাহ পাড়ার মুহাম্মদ কামাল, মুহাম্মদ সাইফুল, মুহাম্মদ আরফাত, মুহাম্মদ পারভেজ ও মল্লিক ছোবাহানের সাইফুল ইসলাম সাইফ সহ ছয় যুবক সরকারী আদেশ অমান্য করে সড়কে অযথা ঘুরাফেরা করেন।
এসময় টহলরত পুলিশের মাধ্যমে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী উক্ত ছয় যুবককে ১৮৬০ সনের ২৬৯ ধারায় ১২ হাজার টাকা জরিমানার আদেশ দেন।