লোহাগাড়ায় হেলমেট ছাড়া বাইক চালানোর অপরাধে ৪ যুবককে জরিমানা

0

লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে জরিমানা গুনতে হয়েছে ৪ যুবককে।

আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী। এসময় থানা পুলিশ তাঁকে সহায়তা করেন।

ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্তরা হলেন- মোটর সাইকেল চালক শফিউল আজম শহীদকে ১ হাজার টাকা, মো: মহিউদ্দিনকে ৫০০ টাকা, মো: ইউনুছকে ১ হাজার টাকা ও মো: জাকারিয়াকে ৫০০ টাকা।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারী নির্দেশে উপজেলায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে।

আজ (সোমবার) দুপুরে বটতলী মোটরষ্টেশনে অভিযান চালিয়ে হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ৪ যুবককে সড়ক পরিবহন আইন ২০১৮ সনের ৬৬ ধারায় ৩ হাজার টাকা এবং সরকারী আদেশ অমান্য করায় ১৮৬০ সনের ২৬৯ ধারামতে আধুনগর বাজারের সৈয়দ স্টোরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.