সীতাকুণ্ডে এক ব্যাংকারের শরীরে করোনা শনাক্ত, এলাকা লকডাউন

0

কামরুল ইসলাম দুলুঃ সীতাকুণ্ড উপজেলায় এক ব্যাংক কর্মকর্তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বুধবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্ত ব্যক্তি একজন ব্যাংক কর্মকর্তা, তিনি নারায়নগঞ্জের একটি ব্যাংকে চাকুরী করেন বলে জানা গেছে। ছুটিতে তিনি সীতাকুণ্ডে আসেন। তিনি সীতাকুণ্ড রাফি ফ্যাশন মালিকের গোডাউন রোডে ভাড়া বাসায় থাকেন।

আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, প্রশাসনের পক্ষ থেকে গোডাউন রোডের তার বাসা এলাকায় আশপাশের কয়েকটি বাসা লগডাউন করা হবে।

এদিকে একই দিনে মোট ৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৩ জনের করোনা ভাইরাস পজেটিভ এসেছে। তিনজনই নগরীর সাগরিকা, হালিশহর ও সীতাকুন্ড এলাকার বাসিন্দা। এর মধ্যে একজনের বয়স ৪৫, আরেকজনের ৪০ এবং সীতাকুণ্ডে আক্রান্তের বয়স ৫০ বছর।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.