চট্টগ্রামে ব্যাংক এশিয়া’র কার্যক্রম বন্ধ, ১৫ জন কোয়ারেন্টাইনে

0

সিটি নিউজঃ ব্যাংক এশিয়া আন্দরকিল্লা শাখার কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে। সাথে ব্যাংকের ১৫ কর্মকর্তাকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

জানা গেছে, গতকাল বুধবার হালিশহলে এক করোনা রোগী শনাক্ত হওয়ার পর হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ব্যাংক এশিয়ার আন্দরকিল্লা শাখার কর্মকর্তা-কর্মচারীদের। একইসাথে ব্যাংকের কার্যক্রম আপাতত বন্ধ রেখেছে ব্যাংক কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, করোনা আক্রান্ত হালিশহরের ওই বাসিন্দা ব্যাংক এশিয়া আন্দরকিল্লা শাখায় এসেছিলেন। এ তথ্য নিশ্চিত হওয়ার পর আজ বৃহস্পতিবার ব্যাংকের ১৫ কর্মকর্তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

ব্যাংক এশিয়া আন্দরকিল্লা শাখার প্রধান আলী তারেক পারভেজ বলেন, পুলিশ ব্যাংকের ১৫ জন কর্মকর্তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে বলেছে। আমরা হোম কোয়ারেন্টাইনে চলে এসেছি। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে আপাতত আন্দরকিল্লা শাখার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ ব্যাপারে অবগত নন বলে জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.