নববর্ষে বাঁশখালী প্রাণিসম্পদ দপ্তরের ভিন্নতর ত্রাণ সামগ্রী প্রদান

0

বাঁশখালী প্রতিনিধিঃ করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব সর্বত্র ছড়িয়ে পড়ায় সরকার সারাদেশে লকডাউন ঘোষনা করেছে । তারই ফলে সাধারন মানুষ বর্তমানে কর্মহীন ও অসহায় জীবন যাপন করছে। এরইমধ্যে চলে এল বাংলা নববর্ষ ।

বাংলা নববর্ষের ভিন্নতর শুভেচ্ছা জানাতে বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাঁশখালী এগ্রোভেট এসোসিয়েন এর উদ্যেগে আয়োজন করা হয় কয়েকশ পরিবারের মাঝে দুধ, ডিম. মুরগী চাউলসহ ভিন্নতর খাদ্যসামগ্রী প্রদান ।

উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর মাঠে ও তালিকাভুক্ত পরিবারের মাঝে এ সব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সমরঞ্জন বড়ুয়া (পিএইচডি)।

ভিন্নতর খাদ্য সামগ্রী প্রদানকালে ডা: সমরঞ্জন বড়ুয়া বলেন, বর্তমান কোভিড ১৯ যুদ্ধে জয়ী হওয়া শারিরিক প্রতিরোধ ক্ষমতাবৃদ্ধির লক্ষে সহজলভ্য ডিম, দুধ, মাংস ও চাল খাওয়ার উৎসাহ প্রদানের জন্য এবং নববর্ষের শুভেচ্ছা উপলক্ষে এ আয়োজন করা হয়েছে।

তিনি বর্তমান সরকারের ঘোষিত লকডাউন মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান। বিতরণকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাঁশখালী এগ্রোভেট এসোসিয়েন এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.