বাঁশখালীতে আটকে পড়া জেলে ও মাঝিদের মাঝে পুলিশের ত্রাণ  বিতরণ

0

বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের খাটখালী জেটি এলাকায় বিভিন্ন স্থান থেকে আগত আটকে পড়া ক‌য়েকশ জেলে, মাঝি ও খালাসিদের মাঝে পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপু‌রে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

চট্টগ্রাম পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম সেবার সার্বিক তত্তাবধানে এই খাদ্য সামগ্রী প্রদান কালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন) মোঃ আফরুজুল হক টুটুল, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মু. রেজাউল করিম মজুমদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামাল উদ্দীনসহ পুলিশের অন্যন্যা কর্মকর্তারা।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল বলেন,করোনা ভাইরাসের কারনে সাগরে আটকে পড়া জেলে মাঝি ও খালাসিদের মাঝে তাদের খাদ্য সংকট ও দুর্দশার কথা চিন্তা করে পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

পযার্য়ক্রমে বঙ্গোপসাগরে আটকে পড়া সকল জেলে মাঝি ও খারাসিদের কে ত্রান সামগ্রী পৌছানো হবে।

‌তি‌নি আরো বলেন, বর্তমান প‌রি‌স্থি‌তে পু‌লিশ সর্বস্ত‌রের জনগ‌নের কথা বি‌বেচনা করে সর্বত্র ছু‌টে বেড়া‌চ্ছে জনগ‌নের বন্ধু হিসা‌বে । তি‌নি সাগ‌রে অবস্থানরত জে‌লে মা‌ঝি ও খালা‌সি‌দের সরকার ঘো‌ষিত নিয়ম নী‌তি মে‌নে চলার আহবান জানান ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.