বাড়িওয়ালা আতঙ্কে নিম্ন আয়ের মানুষ

0

মহসীন কাজী : বাড়ি ভাড়া নিয়ে মহাদুশ্চিন্তায় পড়েছে নিম্নআয়ের লোকজন। জমিদার নামের বাড়িওয়ালাদের আতঙ্কে ভুগছে তারা। কেউ কেউ গতমাসের ভাড়া নেয়ার সময় বলে দিয়েছে আগামী মাসের ভাড়া দিতে না পারলে ঘর ছেড়ে দিতে। আবার সব বাড়িওয়ালা এক না, অনেকেই আছেন মানবিক।

আমার বাসার সাহায্যকারী মহিলা কর্মীটি জানালো দূরের বাসার কয়েকটি কাজ বন্ধ। কাছে হওয়ায় আমার বাসায় কাজ করে দিয়ে যায়। কাজ বন্ধ থাকায় আয় রোজগার নেই। মনে করেছিল বাড়িওয়ালা এ মাসে করোনা মহামারির কারণে ভাড়া খুঁজবেনা। এবার নির্দিষ্ট সময়ের আগেই জমিদার সাজা বাড়িওয়ালা বলে দিলো আগেভাগে ভাড়া দিতে। এ কথা শুনে তার মাথায় যেন বাজ পড়লো। ঘরে আপদকালীন বাজার সওদার টাকা দিয়ে এসে কান্নাকাটি শুরু করলো আমার মায়ের কাছে এসে। মা আমাকে বললেন, তাকে বেশি করে বাজার খরচের টাকা দিতে। বাসা থেকে সাথে দিলেন কিছু কাচা তরিতরকারি। মায়ের কথা মতো টাকা দেয়ায় ভীষণ খুশি সে।

আজ বললো বাড়িওয়ালা নাকি আবার তাগাদা দিয়েছে, এবার নির্দিষ্ট সময় ভাড়া না দিলে বাসা ছাড়ার প্রস্তুতি নিতে। সে আমাদের বাসা ছাড়াও আরও তিনটি বাসায় কাজ করে। এখন আমাদের বাসা ছাড়া সব বাসায় কাজ বন্ধ। আগামীমাসের প্রথম সপ্তায় কিভাবে ভাড়া দিবে ভাড়া দিবে তার চিন্তায় এখন থেকে আবার কান্নাকাটি শুরু।

এ তো গেল একজনের উদাহরণ। তাকে দিয়েই বুঝা যাচ্ছে কি অশান্তিতে আছে সবশ্রেণির নিম্নআয়ের মানুষ।

তাদের ঘর ভাড়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আশা করছি। নইলে বাংলা সিনেমায় দেখে আসা বাড়িওয়ালার রুদ্রমূর্তি বাস্তবেই দেখবো (যদিও এ ধরণের ঘটনা হরহামেশা ঘটে, এবার অনেক বেশিই ঘটবে)।

লেখক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম-মহাসচিব

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.