চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও বাহিরে বিধিনিষেধ

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীতে প্র্বেশ ও বাহিরে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিএমপি নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

আজ রবিবার ১৭ মে সংবাদ মাধ্যমে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা ঘোষনা করা হয়।

প্রে বিজ্ঞপ্তিতে বলা হয়. এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নগরবাসীর বৃহৎ স্বার্থে করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে আজ ১৭ মে, ২০২০ রবিবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও বাহির পথে সিএমপি কর্তৃক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

কোন ব্যক্তি বা পরিবহন একান্ত জরুরী প্রয়োজন ব্যতীত যাতে চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ বা বাহিরে যেতে না পারেন সেজন্য আজ সন্ধ্যা থেকে নগরীর বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্ট জোরদার করা হয়েছে। জরুরী সেবা ও রপ্তানি পণ্য সরবরাহ কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহনসমূহ এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে।

এমতাবস্থায় যথোপযুক্ত কারণ ব্যতীত কোন ব্যক্তি বা যানবাহন নগরীতে প্রবেশ ও বাহির হবার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এই নিয়ন্ত্রিত চলাচলের ক্ষেত্রে সম্মানিত নাগরিকবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.