চট্টগ্রাম, কক্সবাজারে এখনো ৬ নং বিপদ সংকেট বলবৎ রয়েছে

0

সিটি নিউজঃ সুপার সাইক্লোন আম্পান সকাল ৯ টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮৪৫ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৭২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

এটি উত্তর-পূর্বদিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে ১৯ মে, ২০২০ শেষ রাত হতে ২০ মে, ২০২০ বিকাল/সন্ধ্যার মধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের ১৯ মে’র ২৪ নং বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

সুপার সাইক্লোন কেন্দ্রের ৯০ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ২২৫ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সুপার সাইক্লোন কেন্দ্রের নিকট সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.