বন্দর নতুন মার্কেট কর্মচারীদের জন্য কমিশনার শফিউল আলমের সহায়তা

0

সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রাম বন্দর নতুন মার্কেট কর্মচারীদের জন্য নিরাপদ দুরত্ব বজায় রেখে ত্রান সহায়তা হস্তান্তর করেন ৩৭ নং ওয়ার্ডের কমিশনার শফিউল আলম।মহামারি করোনাভাইরাসের কারণে গোটা বিশ্বে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশ সরকারও নিয়েছে নানা পদক্ষেপ।
যার আওতায় দেশের ব্যবসা প্রতিষ্ঠান ও বেশির ভাগ কর্মস্থল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে সমাজের নিম্ন আয়ের মানুষের জীবন-জীবিকা সংকটে পড়েছে।দেশের এই সংকটময় সময়ে চট্টগ্রাম নগরের বন্দর নতুন মার্কেট কর্মচারীদের পাশে দাঁড়িয়েছে কমিশনার শফিউল আলম।

রবিবার (১৭ মে) দুপুরে ৩৭ নং ওয়ার্ডের কমিশনার কার্যালয়ে বন্দর নতুন মার্কেটের ব্যবসায়ী প্রতিনিধিদের কাছে ৫০ ব্যাগ ত্রান সহায়তা হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর নতুন মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস,ব্যবসায়ী প্রতিনিধি রিপন ও পিএস জাহিদসহ প্রমুখ।
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর নতুন মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের সেবায় বিভিন্ন কর্মসূচি পালন করেছেন ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.