করোনা পরিস্থিতিতে দেশের কোন মানুষ না খেয়ে নেই – ফরিদ মাহমুদ

0

সিটি নিউজ ডেস্ক :  মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ও বর্তমান করোনাভাইরাসের প্রাদুর্ভাব সৃষ্ট বিপর্যয়ে সংকটকালীন সময়ে বীর মুক্তিযোদ্ধার পরিবারসহ ১৫০জন নিম্নবিত্ত অসহায় মানুষের মাঝে বিশেষ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১মে) বিকেল ৩টায় নগরীর দারুল ফজল মার্কেটস্থ মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক,
সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি’র সভাপতিত্বে অনুষ্টিত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবলীগ নেতা আশরাফুল গণি ও সংবাদ সংস্থা এন.এন.বি’র চট্টগ্রাম প্রধান রনজিত কুমার শীল।

বক্তব্য রাখেন সন্তান কমান্ড মহানগর কমিটির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সজীব, সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজীশ ইমরান, সদস্য মোঃ আশরাফ চৌধুরী, সৈয়দ ওমর আলী, রাকিব হোসেন খান রিপন, এস.এম ইশতিয়াক আহমদ, জয়নুদ্দিন জয়, কাউসার চৌধুরী, মেজবা উদ্দিন আজাদ প্রমূখ।
উপহার সামগ্রীর মধ্যে ছিল-চাল ৫ কেজি, মসুর ডাল ১ কেজি, পিঁয়াজ ১ কেজি, আলু ২ কেজি, চিনি ১ কেজি, সোয়াবিন তেল ১ লিটার, লবন ৫০০ গ্রাম, সেমাই ও হলুদ-মরিচের গুঁড়া।

উপহার সামগ্রীগুলো নিম্নবিত্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার পরিবার,অসুস্থ ওঅসহায় মানুষের মাঝে পৌঁছে দেন সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা। এ কার্যক্রম সফল করতে যারা সহযোগিতা করেছেন তাদেরকে সন্তান কমান্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

চট্টগ্রামের মোট ১৬ টি থানার প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় দেশের কোন মানুষ এখন পর্যন্ত না খেয়ে নেই। কিন্তু মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের কিছু কিছু লোক অনেক কষ্টে দিন যাপন করছে। এসব অসহায় মানুষের পাশে আজ দাঁড়িয়েছে বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা। দেশের যে কোন ক্রান্তিলগ্নে বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা সর্বাগ্রে এগিয়ে থাকে।
বৈশ্বিক মহামারীর এ সময়ে দেশের বিত্তবানদের অসহায় মানুষের পাশে থাকার আহবান জানান তিনি।শেষে থানা প্রতিনিধিদের হাতে নির্ধারিত পরিবারের কাছে পৌছে দেওয়ার জন্যে ঈদ সামগ্রীগুলো তুলে দেওয়া হয়।মোট ২০০ পরিবারের জন্যে এই আয়োজন করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.