চট্টগ্রামে করোনায় মারা গেলেন ডা. এহসানুল করিম

0

সিটি নিউজঃ চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক এহসানুল করিম।

আজ বুধবার (৩ জুন) দুপুর ১টারদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি চট্টগ্রাম বায়েজিদ ও চান্দগাঁও আবাসিক এলাকায় অবস্থিত মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ছিলেন। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডা: আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনাভাইরাস আক্রান্ত হয়ে আমাদের চিকিৎসক ডা. এহসানুল করিম মারা গেছেন। চারদিন আগে তার করোনাভাইরাস শনাক্ত হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় স্বাস্থ্যের অবনতি হলে আইসিইউতে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। আগে থেকে ডা. এহসান ব্লাড ক্যান্সারেও ভুগছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.