চিকিৎসা না করে রোগীদের ফিরিয়ে দিবেন না-ফরিদ মাহমুদ

0

সিটি নিউজ ডেস্ক :  যুক্তরাষ্ট্র যুবলীগ নেতৃবৃন্দের সহযোগীতায় আজ চট্টগ্রামে একহাজার এতিমদের মাঝে খাদ্যবিতরণ অনুষ্ঠান উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেন,সাধারন রোগীরা সরকারী-বেসরকারী হাসপাতাল ক্লিনিকের ফটকে ফটকে গিয়ে চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে। এ নিয়ে চরম জনরোষের সৃষ্টি হয়েছে।চিকিৎসা না দিয়ে রোগীদের ফিরিয়ে দেবেন না।এতে রাষ্ট্রের প্রতি যে শপথ চিকিৎসক,নার্স,টেকনিশিয়ানরা নিয়েছেন তা ভঙ্গ হবে।

তখন জনগণ আপনাদের ক্ষমা করবে না।সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে।দুই হাজার ডাক্তার,পাঁচহাজার নার্স,তিনহাজার টেকনিশিয়ান নিয়োগ দিচ্ছে।প্রতিটি হাসপাতালে আইসিইউর ব্যবস্থা করছে।বেসরকারী বিশেষায়িত কিছু হাসপাতালে করোনা চিকিৎসার ব্যবস্থা করেছে।স্বাস্থ্যকর্মীদের প্রণোদনা দিচ্ছে।

এতোকিছুর পরও চিকিৎসা নিয়ে গাফিলতি মেনে নেওয়া যায় না।নগরীর কাতালগঞ্জ আবাসিক এলাকায় সোলতান আহমেদ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে পরিচালক আবদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ফরিদ মাহমুদ।বিশেষ অতিথি ছিলেন শুলকবহর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আতিকুর রহমান,সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী।

এসময় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নগর যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ,আশরাফুল গনি চৌধুরী,কাজল প্রিয় বড়ুয়া,আলহাজ্ব এমরানুল হক,ইন্জিনিয়ার তৈয়ব উদ্দিন ভুঁইয়্যা,মোহাম্মদ নুরুল ইসলাম,আলহাজ্ব নজরুল ইসলাম, সজল মিয়া,বিপ্লব বর্ধন,ইয়াছিন ভূঁইয়্যা,মোস্তাক আহমেদ প্রমুখ।

শেষে যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক এ কে এম তারিকুল হায়দার এবং সদস্য একরামুল হক সাবুর অর্থায়নে এতিমদের খাবারের কিছু উপস্থিত প্রতিনিধিদের হাতে তুলে দিয়ে বাকি খাবারগুলো স্বাস্হ্যবিধি মেনে বিভিন্ন এতিমখানা,মাদ্রাসায় পাঠিয়ে দেওয়া হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.