চন্দনাইশে করোনার ঝুঁকি বাড়ছে, নতুন ১১ সহ মোট আক্রান্ত ১৩৭

৬, ৭, ৮ জুন সংগৃহীত নমুনার রিপোর্ট আসেনি ১৪ দিনেও

0

সিটি নিউজ ডেস্ক :  চন্দনাইশে নতুন ১১ জনসহ মোট করোনা আক্রান্তের সংখ্যা হলো ১৩৭ জন। আক্রান্তদের মধ্যে ২৮ জন সুস্থ হয়েছেন।গতকাল শুক্রবার (১৯ জুন) চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা যায়।

এর মধ্যে গত ৬, ৭, ৮ জুনে সংগৃহীত ৭৫ জনের নমুনা ঢাকায় পাঠানোর পর ১৪ দিন অতিবাহিত হলেও রিপোর্ট পাওয়া যায়নি। ফলে নমুনা দেওয়া ৭৫ জন আতংকের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের নমুনা সংগ্রহকারী মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আকতারুজ্জামান রবিউল জানান, গত ১৯ জুন প্রকাশিত রিপোর্টে চন্দনাইশে ১১ জনের করোনা পজিটিভ এসেছে।

তাদের মধ্যে পুলিশ সদস্য মনোয়ার হোসেন (৪৫), এসিল্যান্ড অফিসের কর্মচারী দিদারুল আলম (৫০) এবং পৌরসভার হারলা এলাকার মো. সেলিম (৩০)-এর নমুনায় দ্বিতীয়বারও করোনা পজিটিভ আসে।তিনি বলেন, “৬, ৭, ৮ জুনে সংগৃহীত ৭৫ জনের নমুনা ঢাকায় পাঠানো হয় কিন্তু বিগত ১৪ দিনেও তাদের রিপোর্ট পাওয়া যায়নি।

চন্দনাইশ হাসপাতালের পিযুষ চক্রবর্ত্তী জানান, এ পর্যন্ত ৭১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৩৭ জনের করোনা পজিটিভ আসে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৮ জন। বর্তমানে হাসপাতালের আইসোলেশনে ১২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। করোনা পজিটিভ আসা অন্যান্যরা তাদের নিজ নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

এদিকে হঠাৎ করে চন্দনাইশে করোনা শনাক্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যে চন্দনাইশকে করোনার রেড জোনে আনা হলেও মানুষের মধ্যে সচেতনতা দেখা যাচ্ছে না।
সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্নভাবে প্রচার-প্রচারণা করা হলেও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। মানা হচ্ছে না সরকারি নির্দেশনাও। ফলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। এদিকে করোনা রিপোর্ট পজিটিভ আসা ৫ জনসহ উপজেলায় বেশ কয়েকজন করোনা উপসর্গ নিয়ে মারাও গেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন হোসাইন চৌধুরী বলেন, “এই মুহূর্তে সচেতনতা ছাড়া ভালো থাকার কোনো উপায় নেই। অধিকাংশ মানুষই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানছে না। অনেকেই সঠিক নিয়মে মাস্কও ব্যবহার করে না। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি মানুষকে সচেতন করতে। তারপরও মানুষ সচেতন হচ্ছে না।”

ঢাকায় পাঠানো ৭৫ জনের নমুনার রিপোর্ট না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “এসব নমুনার রিপোর্ট অনেক আগেই আসার কথা। বার বার অভিযোগ দেওয়ার পরও কী কারণে এখনও রিপোর্ট আসেনি তা বলা যাচ্ছে না। এ নিয়ে নমুনা জমা দেওয়া ব্যক্তিরাও রয়েছেন আতংকে। বার বার তাদের জবাবদিহি করতে হচ্ছে।”

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.