রব্বত আলী ও হাজী রাবেয়া বেগম ট্রাস্টের সুরক্ষা সামগ্রী ও নগদ অর্থ প্রদান গাউছিয়া কমিটিকে

0

সিটি নিউজ,চন্দনাইশ : গাউছিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ টিমকে করোনা ভাইরাস মহামারীতে মৃত্যু বরনকারী ও বেওয়ারীশ লাশ দাফন কাফনের জন্য সুরক্ষা সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছেন সেচ্ছাসেবী সংগঠন মরহুম রব্বত আলী ও হাজী রাবেয়া বেগম শিক্ষা কল্যাণ ট্রাস্ট।

শনিবার (২০ জুন) সকালে চন্দনাইশ উপজেলা ভাইস চেয়ারম্যান কার্যালয়ে গাউছিয়া কমিটির টিম প্রধান ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকীর হাতে সরঞ্জাম ও নগদ অর্থ তোলে দেন মরহুম রব্বত আলী ও হাজী রাবেয়া বেগম শিক্ষা কল্যাণ ট্রাষ্ট এর প্রধান পরিচালক ও প্রতিষ্ঠাতা হাজী মুহাম্মদ আব্দুল মন্নান এর বড় ভাই মুহাম্মদ বদিউল আলম।

এসময় ট্রাস্টের পক্ষ থেকে করোনা ভাইরাস এর পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত সাহায্য অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি চন্দনাইশ টিমের সমন্বয়ক মুহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী শুভ, গাউসিয়া কমিটি চন্দনাইশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, চন্দনাইশ উপজেলার শিক্ষক সমিতি সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দিন মাষ্টার, চন্দনাইশ পৌরসভা গাউছিয়া কমিটির দায়িত্বশীল মুহাম্মদ মঈনউদ্দীন, মুহাম্মদ ফরহাদ হোসেন, আব্দুর সবুর, মুহাম্মদ আরফাত, আরফাত উদ্দিন, শাহজাহান প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.