চট্টগ্রামে করোনা শনাক্ত সর্বোচ্চ রেকর্ড ২৮০ জন 

0

সিটি নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২৮০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) পাঁচটি ল্যাবে ৯৯১ টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে বিআইটিআইডি ২৭৯, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৫৪ টি, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৩৩৪টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৬৮টি, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ৫২টি ও কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে বিআইটিআইডিতে ৭৪ জন, সিভাসুতে ৫৯ জন, চমেকে ৬৫ জন, চবিতে ৬৪ জন, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৫, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৩ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ছয়টি ল্যাবে নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ২৮০ জনের। এরমধ্যে ১৫৫ জন নগরীর এবং ১২৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উপজেলার মধ্যে লোহাগাড়া ৮, সাতাকানিয়া ১৩, আনোয়ারা ২, চন্দনাইশ ১, বোয়ালখালী ১২, রাঙ্গুনিয়া ৭, রাউজানে ৯, ফটিকছড়ি ১৯, হাটহাজারীতে ১৬, মীরসরাই ২৬, সীতাকুণ্ডে ১২ জন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.