সিটি নিউজ ডেস্ক : খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ (প্রসিত খীসা) গ্রুপের কর্মী ধর্মজয় ত্রিপুরা (২৮) নিহত হয়েছেন।রোববার (২৮ জুন) সকাল ৮টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের হাজাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
বোয়লখালী ইউনিয়নের বব্রুবাহন হেডম্যানপাড়া গ্রামের বাসিন্দা সুখী চরণ ত্রিপুরার ছেলে ধর্মজয় ত্রিপুরা।বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উত্তম চন্দ্র দেব।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ির থেকে বের হওয়ার সাথে সাথেই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় দৌড়ে পালাতে চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
ওসি উত্তম চন্দ্র দেব জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।