রাষ্ট্রীয় মর্যাদায় ‘গেদু চাচা’খোন্দকার মোজাম্মেল হকের দাফন সম্পন্ন

0

গোলাম সরওয়ার,সিটি নিউজ :  রাষ্ট্রীয় মর্যাদায় একবিংশ শতাব্দীর কাগজ আজকের সূর্যোদয় এর প্রধান সম্পাদক ও নিউজপোর্টাল সিটি নিউজ এর প্রধান উপদেষ্টা গেদুচাচাখ্যাত প্রখ্যাত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মোজাম্মেল হকের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বাদ আসর সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যদায় খোন্দকার মোজাম্মেল হকের নিজ গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়ার পাঠাননগরের পূর্ব সোনাপুর নিজ বাড়ির সামনে গতিয়া খোন্দকার বাড়ি জামে মসজিদ এর সামনের ময়দানে মরহুমের জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়।

ফেনীর ছাগলনাইয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মোজাম্মেল হককে রাষ্ট্রীয় শ্রদ্ধা জানান ফেনী জেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের এর নেতৃত্বে ফেনী পুলিশ ও প্রশাসন এবং ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

এর আগে গেদুচাচাখ্যাত সাংবাদিক খোন্দকার মোজাম্মেল হক এর প্রথম জানাজা ঢাকা জাতীয় প্রেসক্লাবে আজ সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়েছে।জানাজা নামাজের পরে মরহুমের প্রতি সাংবাদিক নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

ফেনীর এই কৃতী সন্তান আজকের সূর্যোদয় গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক খোন্দকার মোজাম্মেল হকের হঠাৎ শ্বাসকষ্ঠ হলে গত শনিবার (২৭ জুন) রাতে তাকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হয়।তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।সোমবার বিকেলে শ্বাসকষ্ঠে তিনি মারা যান।মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক আজকের সূর্যোদয় এর প্রধান সম্পাদক খোন্দকার মোজাম্মেল হকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, ফেনী জেলা আওয়ামী লীগের অভিবাবক আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম,ফেনী ২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী এমপি, ফেনী ১ আসনের এমপি শিরীন আখতার এমপি, ফেনী ৩ আসনের এমপি মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহানারা বেগম সুরমা, সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড় মনি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফেনী জেলা শাখার সভাপতি এমরান পাটোয়ারী, সিটি নিউজ পরিবার, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ,জাতীয় প্রেস ক্লাব,ঢাকা রিপোর্টার্স ইউনিটি,চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন(সিইউজে),ফেনী প্রেস ক্লাব,ছাগলনাইয়া প্রেস ক্লাব,সিটি নিউজ পরিবার গভীর শোক প্রকাশ করেছেন।

সকলেই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.