চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ২৫৯ জনের করোনা শনাক্ত

0

সিটি নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। কক্সাবাজারসহ ৬ টি ল্যাবের নমুনা পরীক্ষায় এ রিপোর্ট পাওয়া গেছে।

বুধবার (৮ জুলাই) ৬টি ল্যাবে ১২৬৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৩১ জনে। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১৮ জন সুস্থ হয়েছেন। চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৩২৪ জন করোনা রোগী।

এর মধ্যে বিআইটিআইডি ২৭৬, সিভাসু ২০৬, চবি ল্যাবে ১৭০টি, চমেক ল্যাবে ৪৪৮টি, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৩২টি, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রামের কোন নমুনা পরীক্ষা করা হয়নি।

এরমধ্যে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ২৪৪টি নমুনা পরীক্ষা করে ৭৪ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।

এতে বিআইটিআইডিতে ৩৮ জন, সিভাসুতে ২৮ জন, চমেকে ৪২ জন, চবিতে ৩৯ জন, ইম্পেরিয়ালে ৩৮ জন ও শেভরণে ৭৪ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। কক্সবাজার মেডিকেল কলেজে কারো শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়নি।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৬টি ল্যাবে ১২৬৫ টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ২৫৯ জনের। এরমধ্যে ১৭৬ জন নগরীর এবং ৮৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৮৩ জনের মধ্যে লোহাগাড়ার ৪, সাতকানিয়ার ৬, বাঁশখালীর ৩, চন্দনাইশের ৮, পটিয়ার ৫, বোয়ালখালীর ২, রাঙ্গুনিয়ার ৪, রাউজানের ১৭, ফটিকছড়ির ৪, হাটহাজারীর ২০, মিরসরাইয়ের ৬ ও সীতাকুণ্ডের ৪ জন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.