চট্টগ্রামে ৪টি মোটরসাইকেলসহ ৭ চোর আটক

0

সিটি নিউজঃ কোতোয়ালী থানা পুলিশ চট্টগ্রাম মহানগরীর জুবলী রোড়, আকবরশাহ ও জেলার মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় টানা অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে। পুলিশ তাদের কাছ থেকে ৪ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে।

আজ শনিবার (১১ জুলাই) বিকেলে কোতোয়ালী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে সিএমপির কর্মকর্তারা এ তথ্য জানায়।

গ্রেফতার মোটরসাইকেল চোরচক্রের সদস্যরা হলোঃ মেহেদী হাসান হৃদয় প্রঃ নয়ন (২২),সমীর কান্তি বনিক (২৮), মিজানুর রহমান প্রঃ সম্রাট (২৫), বেলায়েত হোসেন বাদশা প্রঃ বেলাল (২২), অনিক দেবনাথ(২১), রেজাউল করিম বাচ্চু (৪৫) ও মোঃ আসাদুজ্জামান (৩০)।

গ্রেফতার হওয়া চোর চক্রের মেহেদী হাসান হৃদয় প্রঃ নয়ন মিরসরাই জোরারগঞ্জ বারইয়ারহাট মধ্যম আজম নগর দর্জি বাড়ীর পিতা-মৃত নাছিরের ছেলে। মিজানুর রহমান প্রঃ সম্রাট একই থানার মরগাং ইউনিয়নের দানেশ ভূইয়া বাড়ীর, সুলতান আহম্মদ প্রঃ রূপধনের ছেলে। বেলায়েত হোসেন বাদশা প্রঃ বেলাল একই থানার কাটাছড়া ইউনিয়নের বামুন সুন্দর গ্রামের মনির আহম্মদের ছেলে। অনিক দেবনাথ একই থানার লক্ষীছড়া গ্রামের শিবু দেবনাথের ছেলে। রেজাউল করিম বাচ্চু একই থানার রঘুনাথপুর গ্রামের মুক্তিযোদ্ধা মোকতার হোসেন বাড়ীর মৃত আমির হোসেনের ছেলে। মোঃ আসাদুজ্জামান একই থানার উত্তর দূর্গাপুর গ্রামের হাজী আলী আকবর মিস্ত্রী বাড়ীর মৃত কবির হোসনের ছেলে ও সমীর কান্তি বনিক পটিয়া থানার হাইদগাঁও বড়বাড়ী এলাকার কৃষ্ণ বনিকের ছেলে।

উদ্ধারকৃত ৪টি মোটরসাইকেলের বিবরণ হল- লালরংয়ের ডিকোভার 125ST মডেলের মোটর সাইকেল যাহার পিছনে নাম্বার প্লেট রেজি নং- ফেনী-হ-১২-০৪০৩ লেখা যাহার চেসিস নং- MD2A15B72DRB42990। কালো নীল পালসার মোটর সাইকেল যাহার নাম্বার প্লেট- রেজি নং-যশোর ল-১১-৩০৯৮, চেসিস নং MD2DHDH776CL14840। লাল কালো পালসার মোটর সাইকেল যাহার নাম্বার প্লেট- রেজি নং-চট্ট মেট্টো-ল-১৫-৫৫২৩, ইঞ্জিন নং-H1-098-10418-A। লাল সাদা YAMAHA ব্র্যান্ডের মোটর সাইকেল R-15 মডেলের মোটর সাইকেল যাহার রেজি নং-৩২-৭৮২৪।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.