আধিপত্য বিস্তারে চমেকে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ

0

সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে (চমেকে) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল। তিনি মেডিকেল থেকে বের হওয়ার পর সিটি মেয়র আ জ ম নাছির ও নওফেল গ্রুপের ছাত্রলীগ কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

জহিরুল হক ভূইয়া জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। মারামারি থামাতে গিয়ে আমাদের চার পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষে আহতরা হলেন-খোরশেদ বিন মেহেদী, ইমন সিকদার, অভিজিৎ দাশ, ফাহাদুল ইসলাম, হোজাইফা বিন কবির, কনক দেবনাথ, সাজেদুল ইসলাম হৃদয়, সানি হাসনাত প্রান্তিক, ডা. ফয়সাল আহমেদ, ডা. মাসুম বিল্লাহ মাহিন, মাহতাব বিন হাসিম ও ডা. নুর মোহাম্মদ তানজিম।

আহত পুলিশ সদস্যরা হলেন- হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল হক ভুঁইয়া, পাঁচলাইশ থানার সেকেন্ড অফিসার এসআই আবু তালেব ও এসআই আলমগীর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল রোববার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে আসেন। তিনি হাসপাতাল পরিচালকের সঙ্গে দেখা করে চলে যাওয়ার সময় ছাত্রলীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি স্লোগান দেয়। এক পক্ষ নওফেল, অন্যপক্ষ মেয়র আ জ ম নাছিরের নামে স্লোগান দেন। পাল্টাপাল্টি স্লোগানের এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন৷ প্রথম দফায় মারামারির পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেওয়ার সময়ও দুই পক্ষ আবারও হাতাহাতিতে জড়ায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.