শাহেদকে গ্রেপ্তার করা হলো এটা একটা নাটকঃ রিজভী

0

সিটি নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রিজেন্টের শাহেদকে গ্রেপ্তার করা ‘নাটক’ বলে অ্যাখায়িত করেছেন।

আজ বুধবার (১৫ জুলাই) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত এইচ-ড্যাবের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচ-ড্যাব) আয়োজিত ‘করোনাভাইরাস প্রতিরোধে লক্ষণভিত্তিক চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ উপলক্ষে’ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, ‘এই যে রিজেন্টের শাহেদকে গ্রেপ্তার করা হলো, এটা নাটক। সাহেদের মা আওয়ামী মহিলা লীগের নেত্রী। তাহলে শাহেদ হাওয়া ভবনের লোক হয় কী করে? তার কেলেঙ্কারী ফাঁস হওয়ার আগে তো তিনি আওয়ামী লীগেরই লোক। আসলে যেমন সাহেদ তেমন তার সরকার।’

তিনি বলেন, ‘আসলে সুধা ভবনের লোক দুর্নীতি করলে তারা হাওয়া ভবনের লোক হয়ে যায়। এসব বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এটাই আওয়ামী লীগের নীতি। তারা তো মৃত মানুষের নামে হজ্জ পালনরত মানুষের নামে মামলা দিয়েছে। কারণ জিয়াউর রহমানের জনপ্রিয়তায় ভিতু হয়ে শেখ হাসিনা এসব করছেন।’

রিজভী বলেন, ‘হঠাৎ করেই পুলিশ এখন শরীয়তপুরের ধানের শীষের প্রার্থী মিয়া নূর উদ্দিন অপুকে রিমান্ড নিয়েছে। কারণ তাকে চাপ দিয়ে জোর করে কোনো তথ্য বের করে জনগণকে বিভ্রান্ত করার জন্য। এটা নাটক ছাড়া কিছু নয়। যাতে শাহেদ ও জেকেজির কেলেঙ্কারী আড়াল হয়ে যায়।’

ডা. অহিদুল ইসলাম চৌধুরী স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক ফোরামের সভাপতি ডা. শামসুজ্জোহা আলম, সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল আলম সেলিম, মহাসচিব ডা. শাহজালাল আহমেদ প্রমুখ বক্তব্যে রাখেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.