‘ইপসা’ শহিদুল ইসলামের বাবার মৃত্যুতে বিশিষ্টজনদের শোক

0

সিটি নিউজ,চট্টগ্রাম : বেসরকারী সমাজ উন্নয়ন সংস্থা ‘ইপসা’ সহকারী পরিচালক ও উত্তর বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিশিষ্ট কলামিস্ট
মোহাম্মদ শহীদুল ইসলাম মিয়াজির পিতা,চন্দনাইশ উপজেলা বরকল ইউনিয়ন খোন্দকার পাড়া মসজিদের মোতোয়াল্লী বিশিষ্ট সমাজ সেবক,মিয়াজি পরিবারের শ্রদ্ধাভাজন মুরব্বী আলহাজ্ব মোহাম্মদ শাহাজাহান মিয়াজী (৮০) শনিবার (১৮ জুলাই) দুপুর ১২.৪৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন)।শনিবার বাদে মাগরিব মরহুমের নিজ বাড়ি খোন্দকার পাড়া মসজিদ ময়দানে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।মৃত্যুকালে তিনি স্ত্রীসহ চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।মোহাম্মদ শহীদুল ইসলাম পিতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

মোহাম্মদ শহীদুল ইসলাম মিয়াজির বাবার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চন্দনাইশের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এমপি, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড.হোসেন জিল্লুর রহমান, বাংলাদেশ পুলিশ বিশেষ শাখার ঢাকা রেঞ্জের ডিআইজি মুহাম্মদ আবুল ফয়েজ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোহাম্মদ সোলাইমান ফারুকী, পৌরসভার মেয়র মোহাম্মদ মাহাবুবুল আলম খোকা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সিইউজে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,রিহ্যাব এর ভাইস- প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী,দেশটিভি ব্যুরো প্রধান আলমগীর সবুজ, চন্দনাইশ মিডিয়া ক্লাব-চট্টগ্রামের সভাপতি ও যমুনা টিভি ব্যুরো প্রধান সাংবাদিক জামসেদ চৌধুরী,ইপসা’র প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার রেজা মুজাম্মেল, ৪নং বরকল ইউনিয়ন পরিষদ,’ইপসা’ পরিবার,আমাদের ঠিকানা,বরকল বদি ভান্ডার ফাউন্ডেশন,বরকল ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, বরকল এস.জেড.উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, প্রাক্তন শিক্ষার্থী পরিষদ, উত্তর বরকল সরকারী প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি,গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা, ছাত্রসেনা, বরকল আবদুল বাকী চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি, খোন্দকার পাড়া মসজিদ পরিচালনা কমটি,চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা,সামাজিক সংগঠন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রমুখ। সকলেই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.