যে সব অনলাইনের ব্যাপারে নেতিবাচক রিপোর্ট এসেছে সেগুলো বন্ধ করে দেওয়া হবেঃ তথ্যমন্ত্রী

0

 

সিটি নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নেতিবাচক রিপোর্ট পাওয়া অনলাইনগুলোকে বন্ধ করে দেওয়া হবে।তিনি বলেন, আমরা এ মাসের মধ্যেই কিছু অনলাইনকে রেজিস্ট্রেশন দেবো; যেগুলোর ব্যাপারে ইতিবাচক রিপোর্ট এসেছে। আর যেগুলোর ব্যাপারে নেতিবাচক রিপোর্ট এসেছে সেগুলো বন্ধ করে দেওয়া হবে।

আজ বুধবার (২২ জুলাই) দুপুরে এক ভিডিও বার্তায় তথ্যমন্ত্রী একথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে ধন্যবাদ জানাই; তিনি পদত্যাগ করেছেন এজন্য। কারণ স্বাস্থ্য অধিদপ্তর নিয়ে অসন্তোষ তৈরি হয়েছিল; বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তরের কর্তা-ব্যক্তিদের নিয়ে।

সে প্রেক্ষাপটে তার পদত্যাগকে আমি মনে করি স্বাস্থ্য অধিপ্তরকে ঢেলে সাজানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.