চন্দনাইশে অনলাইনে ওমান থেকে রোগী দেখলেন ডা. নাজিম

0

চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশে অনলাইনে ওমান থেকে বিনামূল্যে রোগী দেখছেন, মেডিসিন ও নিউরিমেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. নাজিম উদ্দিন, এমবিবিএস, এমসিপিএস (মেডিসিন), এমডি (নিউরোলজী)। তিনি ল্যাপ্টপের মাধ্যমে রোগীদের বর্ণনা শুনে অনলাইনে ২ দিনে ৩৭ জন রোগীর চিকিৎসা সেবা দিয়েছেন।

গত ২৪ ও ২৫ জুলাই ২ দিন চন্দনাইশ পৌরসভার পূর্ব জোয়ারা হাজী সুলতান আহমদের বাড়ি ও জোয়ারা ফতেনগর এসএন বালিকা বিদ্যালয়ের হল রুমে এ চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

এ সময় ডা. নাজিম উদ্দিন অনলাইনে সাংবাদিকদের জানান, তিনি চন্দনাইশ পৌরসভার মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা মাও. সিরাজুল ইসলামের নাতি, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক প্রকৌশলী হারলা হাফেজ বাড়ির প্রয়াত আবদুল জলিলের দ্বিতীয় সন্তান হিসেবে চন্দনাইশে অসহায় হত-দরিদ্র জনগোষ্ঠিকে প্রতি শুক্রবার বিনামূল্যে অনলাইনে চিকিৎসা সেবা দিয়ে যাবেন।

চিকিৎসা সেবা পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন, যুবলীগ নেতা এসএম মুছা তসলিম, ফেরদৌস ওয়াহেদ, হেলাল উদ্দিন, মো. আজম, আবুল কালাম আজাদ, খায়রুল বশর, মো. নাজিম উদ্দিন, মো. ইমরান, মো. আবসার, মেহেদী হাসান প্রমুখ।

এ সময় রোগীদের বিনামূল্যে মাক্স, হ্যান্ড সেনিটাইজার, ডায়াবেটিক পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.