চট্টগ্রাম বন্দর ও বিএসএমএমইউতে ন্যাজাল ক্যানোলা দিল প্রিমিয়ার সিমেন্ট

0

নিজস্ব প্রতিবেদক,সিটি নিউজ : চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে ২টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা উপহার দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ সীকম গ্রপের অঙ্গপ্রতিষ্ঠান প্রিমিয়ার সিমেন্ট।

সোমবার (২৭ জুলাই) সকালে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদের হাতে এসব ক্যানোলা তুলে দেন প্রিমিয়ার সিমেন্টের জিএম জোবায়ের আলম।

২৬ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৮টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা উপহার দিয়েছে সীকম গ্রপের অঙ্গপ্রতিষ্ঠান প্রিমিয়ার সিমেন্ট।

বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার হাতে এসব ক্যানোলা তুলে দেন প্রিমিয়ার সিমেন্টের সিওও তারিক কামাল।

অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘করোনা মহামারী মোকাবিলায় সরকারের পাশে দাঁড়িয়েছে প্রিমিয়ার সিমেন্ট। সংকটাপন্ন করোনা রোগীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দেওয়ায় প্রিমিয়ার সিমেন্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’

তিনি বলেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে প্রিমিয়ার সিমেন্ট যেভাবে এগিয়ে এসেছে, আশা করি অন্য শিল্পপ্রতিষ্ঠানগুলোও এভাবে এগিয়ে আসবে। দেশকে করোনা মহামারী কাটিয়ে উঠতে সহায়তা করবে। সবাই মিলে কাজ করলে আমরা দ্রুত করোনা মহামারী কাটিয়ে উঠতে সক্ষম হবো।’

সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বলেন, ‘দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার সংকট দেখা দেয়। আমি ব্যক্তিগত ভাবে করোনা রোগীদের জন্য অতি প্রয়োজনীয় এই যন্ত্রটি আমদানি করে হাসপাতালে দেওয়ার ব্যবস্থা করেছি।’

তিনি বলেন, ‘করোনা মোকাবিলা ও এ দেশের মানুষের কল্যাণে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা নিজেদের নিয়োজিত রেখেছি। আমাদের প্রতিষ্ঠান সিটি হল কনভেনশন সেন্টারকে আইসোলেশন সেন্টার হিসেবে তৈরির জন্য দিয়েছি। ভেন্টিলেটর, সুরক্ষা সামগ্রী দিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি নানা উদ্যোগ নিয়ে আমরাও সরকারকে সহায়তা করছি। এটা জাতীয় দুর্যোগ। এখানে বসে থাকার সুযোগ নেই। সবাইকে সবার অবস্থান থেকে কাজ করতে হবে। দেশের জন্য, মানুষের জন্য এগিয়ে আসতে হবে।’

গত ০৪ জুন চট্টগ্রামে করোনা রোগীদের জন্য অস্থায়ীভাবে ৩০০ শয্যার আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহারের জন্য নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান সিটি হল কনভেনশন সেন্টার চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে হস্তান্তর করে সীকম গ্রুপ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহায়তায় সিটি হল কনভেনশন সেন্টার চট্টগ্রামের সবচেয়ে বড় আইসোলেশন সেন্টার হিসেবে করোনা রোগী এবং করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছে।

গত ২৩ জুন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ ও কাস্টম হাউসের কমিশনার ফখরুল আলমের হাতে সীকম গ্রুপের পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

গত ২৪ জুন চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালের জন্য সাতটি ভেন্টিলেটর দেন সীকম গ্রুপ ও প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.