সাবেক মন্ত্রী এম এ মান্নানের স্ত্রী নূর মেহের বেগমের ইন্তেকাল

0

সিটি নিউজঃ চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী এম এ মান্নানের স্ত্রী নূর মেহের বেগম মারা গেছেন (ইন্নালি…রাজেউন)।

বুধবার দিনগত রাত আড়াইটায় হার্ট অ্যাটাক করে নগরীর দামপাড়ারস্থ নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ৬ ছেলে, ২ মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বৃহস্পতিবার আছর নামাজের পর জমিয়তুল ফালাহ মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মা’র লাশ দাফন করা হবে। প্রয়াতের জ্যোষ্ট সন্তান মহানগর আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ টিপু তার মায়ের আত্মার শান্তি কামনায় সবার দোয়া চেয়েছেন।

নূর মেহের বেগম মহানগর আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ টিপু ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম দিদারের মাতা।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এম এ মান্নানের সহধর্মিণীর মৃত্যুতে বিভিন্ন মহল শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.