চট্টগ্রামে মাত্র ১০৭ জনের করোনা পরীক্ষায় শনাক্ত ৯

0

সিটি নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৭টি ল্যাবের মধ্যে মাত্র দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ৯ জন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই দিনও কোনো রোগীর মৃত্যু হয়নি।

আজ সোমবার (৩ আগস্ট) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এইদিন ১০৭টি নমুনা পরীক্ষার মধ্যে ৯ জনের দেহে করোনা উপসর্গ পাওয়া যায়।

এতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮৬টি নমুনা পরীক্ষা করে ২ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২১টি নমুনা পরীক্ষা করে ৭ জন শনাক্ত হয়।

এইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবেও পরীক্ষা বন্ধ ছিল।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় মাত্র ৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১০৭টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৬ জন এবং উপজেলায় ৩ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৮ জন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.