চট্টগ্রামে করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ১৪৯ জন

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীতে গত চব্বিশ ঘণ্টায় ১৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু বরণ করেনি কেউ। এর মধ্যে ৯৬ জন চট্রগ্রাম শহরের ও ৫৩ জন বিভিন্ন চট্রগ্রামের উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৫৪৯১ জন।

আজ বুধবার (১২ আগষ্ট) সকালে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। ওইদিকে গত চব্বিশ ঘন্টায় চট্টগ্রামে কেউ করোনায় মারা যাননি, সুস্থ হয়েছেন মোট ৬৫ জন।

চট্রগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত চব্বিশ ঘণ্টায় বিআইটিআইডিতে ৩২ জন; সিভাসুতে ০৯ জন; চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ২৬ জন; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৭ জন; ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৬ জন; শেভরণ ল্যাবে ১৮ জন ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ০১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

গতকাল মঙ্গলবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৮২৫ টি। এর মধ্যে ২১৮ টি বিআইটিআইডিতে; ১৩২ টি সিভাসুতে; ১৬২ টি চমেকে; ১২৯ টি চবিতে; ১২০ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব; ৫৬ টি শেভরণ ল্যাবে ও ০৮ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়।

চট্রগ্রামে উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৫৩ জনের মধ্যে বাঁশখালীতে ১ জন; আনোয়ারায় ২ জন; পটিয়ায় ২ জন; বোয়ালখালীতে ৬ জন; রাঙ্গুনিয়ায় ৪ জন; রাউজানে ৮ জন; ফটিকছড়িতে ১০ জন; হাটহাজারীতে ১১ জন; সন্দ্বীপে ৪ জন; মিরসরাইয়ে ২জন ও সীতাকুণ্ডে ৩ জন রয়েছেন।

চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ৩১০ জন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.