ব্যারিস্টার রুমিন ফারহানা করোনায় আক্রান্ত

0

সিটি নিউজ ডেস্কঃ বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

আজ বুধবার (১২ আগষ্ট) বিকালে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, বেশ কয়েকদিন যাবত আমি অসুস্থবোধ করছিলাম। পরে করোনা টেস্ট করি। গতকাল আমার পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। এখন চিকিৎসকদের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি।

সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন একাদশ সংসদের সংরক্ষিত আসনের সদস্য রুমিন। এর আগে দুপুর ১২টার দিকে রুমিন নিজেই তার ভেরিফায়েড ফেইসবুক পেইজে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দেন।

করোনাভাইরাসে আক্রান্তের খবর রুমিন ফারহানা নিজেই বুধবার তার ভেরিফায়েড ফেইসবুক পেইজে জানান ।২০১৯ সালের ২৮ মে বিএনপির মনোনয়নে জাতীয় সংসদের সংরক্ষিত আসন-৫০ এ প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন তিনি।

বাংলাদেশ ডেমোক্রেটিক লীগের প্রতিষ্ঠা মুক্তিযোদ্ধা প্রয়াত অলি আহাদের একমাত্র সন্তান ব্যারিস্টার রুমিন সুপ্রিম কোর্টের আইনজীবীও। এছাড়া বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বেও আছেন তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.